কেন ঘুম নেমে চোখে
চোখের তারায় স্বপ্ন মাখে?
নেত্র পল্লব জোছনায় ভারী
চোখ ঘুমে ঢুলে মরি।
আঁধারে তারারা মিটমিট
আঁখি তারা করে পিটপিট
নয়ন যুগল আঁধারে ফাগুন
জ্বালা ধরায় ভীষণ আগুন।
বুঁজে আসে তখন নেত্র পল্লব
ঘুমে আচ্ছন্ন জাগা অসম্ভব
স্বপ্ন পরিরা আসে মেলে ডানা
বলে ঘুম চোখ খোলা মানা।
ঘুমঘোরে এই চোখ কার?
খুব ঘুম পেয়েছে যার।
বল তো সে কে হতে পারে?
গাঢ় ঘুম ডেকেছে যারে।
চাঁদ মেখেছে রূপোলী জোছনা
গায়
ঘুমিয়ে কি তা দেখা যায়?
গাঢ় ঘুম ডাকে আয় আয়
আঁধারে চাঁদ আলো দেখায়।