সুঠাম পদক্ষেপ!
বাঁধুনি উন্নত আর উন্নতি সহজলভ্য,
মেনে নিলেও উষত মন বোঝে না
কিছু ফাঁক উঁকি মারে নিয়ত।
ঋজু ভাবনায় কদাচিৎ কালো মেঘ
উৎপাত করে,
তথাপি এজমালি জীবন ঠোকর খায়
ঝুলন্ত তমসায়।
অহোরাত্র ভালোর উপাসনা অতর্কিতে
গলে মোম হলো,
যা ছিল ভালো, সন্দেহ সেখানেই
বুঝি জোয়ারের সলিল-
আরো উত্তম, আরো সজীব প্রাণ।