অভিজ্ঞতাই আনসিন, তাই
প্রশ্নগুলোও কমন নয়,
দুর্দিনে যে কেমন লাগে
মনখারাপের সমন্বয়!
বিচ্ছেদই তো নেশার রাজা।
ঝিম ধরে যায় অপেক্ষায়…
বিরহী সব করতে পারে।
মাতালরা আর ক’পেগ খায়?
বাহিরকে তাই ঘর করি আজ
বিনিময়ের বাণিজ্য,
ভাগ্যি ছিল সুর আর লেখা
রাখল মনের মান-ইজ্জত!
কাব্যি কি আর নোটিস মানে?
আটকানো যায় গানের স্বর?
বঙ্কিমও তাই লিখে গেছেন –
‘বন্দী আমার প্রাণেশ্বর!