জীবনের ছায়াছাপ চাপ চাপ চেপে বসে
বুকের উপরে ।
ও যুবক , মনের ভিতরে এই পরবাস বোধ
জাগিও না ভীড়ে ।
বিকেলে একার ঘ্রাণ শুকনো শিরার মতো
শুঁকো না যুবতী ।
যত রাত জেগে আছে , ঘুম পাবে বলে
তত শ্বাস নিতে নিতে হাঁসফাঁসে হাঁটু ।
বিজনে কিশোরী কেন যাবে বা বুড়িয়ে !
গ্রহণ লেগেছে গ্রহে , কোন গৃহে যাবো ?
এ প্রশ্ন শোক যেন ঢোকে না
কোনও কিশোর শরীরে কোনও দিন ।
থাক না শিশুর সাজে অনুভব সব
দুধের দাঁতের মতো খিলখিল সাদা ।
হলুদ বিষাদ ছোপ অভিজ্ঞ নুনে ভেসে যাক ।