গোলাপ সবায় সুবাস ছড়ায়
সেতো সবাই জানি,
স্ব -মহিমায় সুযশ কুড়ান
এই ধরাতে জ্ঞানী।
গোলাপ বাড়ায় গৃহের শোভা
ফুলদানীতে সাজে,
পাগল প্রেমিক জনের কাছে
ভালোবাসায় রাজে।
মিলন সুখের বাসর সজ্জা
গোলাপ ছাড়া ফিকে,
বিশ্ব জুড়ে গোলাপ খ্যাতি
তাইতো দিকে দিকে।
ভুবন মাঝে রূপে গুণে
গোলাপ সবার সেরা,
প্রেম দিবসে মন হরষে
ভালোবাসায় ঘেরা।
গোলাপ সম হওগো সবাই
হৃদয় স্বচ্ছ করে,
ফুটে উঠো গোলাপ হয়ে
মধুর সুবাস ভরে।