শরৎ আকাশ বইছে বাতাস
মাতন ঝালর কাশে,
শিউলির রাশি পদ্মের হাসি
সবুজের ঘন ঘাসে।
দূর্বার পরে শিশিরেতে ভরে
আতপ কিরণে জ্বলে,
দর্শনে সুখ দুর্গার মুখ
আসবে ধরায় বলে।
মণ্ডপ রাজে রঞ্জিত সাজে
কুমোর মূরতি গড়ে,
ছেলেমেয়ে সব করে কলরব
নাগর দোলায় চড়ে।
বিহগেরা শাখে সন্ধ্যা মাখে
কিচিমিচি করে মেলা,
লালিমায় ছায় আকাশের গায়
গোধূলি রঙের বেলা।
দিঘি টলমল করে ঝলমল
শালুক শ্যাপলা ফুটে,
কমল সরোজ পদ্ম নীরোজ
ভ্রমর মধুপ জুটে।