গৃহবন্দী
জীবনের কাশবনের সাদা ফুল গুলো হঠাৎ যেন ঝরে পড়ছে, বিশ্বাসটাও নড়বড়ে হয়ে যাচ্ছে ! ঝড়ের বেলায় আম কুড়ানোর আনন্দটা কি মাটি হয়ে গেলো?
কাঁচা আম মাখা কাসন্দি দিয়ে, তারপর সবে মিলে দোলায় দোলা.. সব কিছু কি ক্রমশ শেষ হয়ে যাচ্ছে ?? খুব চিন্তায় আজ বিবেক আকাশ..
দোরগোড়ায় যেন অশনির সংকেত মাদল বাজাচ্ছে মাতাল হয়ে, চোখে মুখে গোগ্রাসে সমগ্র বিশ্বকে ধ্বংস করার রণমূর্তি l
এক ভয়ঙ্কর অনুভূতি নিয়ে মোরা গৃহবন্দী, চোখে মুখে হতাশা,আতঙ্কের ছায়া ক্রমশ প্রকাশ্য, মনে হচ্ছে,হঠাৎ নীল আকাশে কালো মেঘের ঘটায় অন্ধকার নেমে আসছে ধরিত্রীর বুকে l
আজ নিজেদের বড্ড অসহায়,নিরুপায় মনে হচ্ছে বিশ্বপিতা তুমি রক্ষা করো সমগ্র বিশ্বকে এই চণ্ডাল রুপী দানবের হাত হতে আমাদের সকল দোষ তুমি মার্জনা করো মোরা আজ দূর নিজের থেকে নিজের ছায়ার পরস্পরের ছোঁয়া হতে বঞ্চিত
আমার দৃঢ় বিশ্বাস,যতই হোক রাত্রি আঁধার কালো, মনে রইলো আশা শীঘ্রই উঠবে উজ্জ্বল ঊষার আলো