গৃহকর্মে ব্যস্ত বধূ সারাদিন ধরে
একাহাতে করে সব কাজ,
ফুল মালা কেশে দিয়ে সাজ,
কন্যা পিঠে ধরে নন্দ রাখে হাসি ভরে
কণ্ঠে গীত গৃহকাজে সদা নন্দ করে।
রন্ধনেতে পটিয়সী মাতা,
রাঁধে নিরামিষ শাক পাতা,
আলাপনে চিত্র আঁকে পুজো আজ ঘরে।
প্রভাত বেলায় রোজ ফুল তোলা চাই
ঝাড়ু দিয়ে শুচি বস্ত্রে কর্ম
ধূপ দীপ জ্বেলে পুজো ধর্ম,
অভিযোগ সকলের কোথাও যে নাই।
গৃহবধূ সলাজ হাসিতে হাসি খুশি পাই।
সংসার জীবন কর্মে থাকা,
পরাপাটি সাফ করে রাখা,
প্রতি বধূ উদয়াস্ত কর্ম করে তাই।
দিন শেষে পরিতৃপ্তি মেলে ভালো খেয়ে
মুখে হাসি ধরে সর্ব জনে,
আনন্দের লহর যে মনে,
শাশুড়ি শ্বশুর বলে ভালো থেকো মেয়ে
বধূ খুশি ভালোবাসা উপহার পেয়ে ।
দ্বিগুণ আনন্দ বক্ষ মাঝে,
কর্মব্যস্ততা সকাল সাঁঝে,
কোমর বেঁধে খাটুনি খাটে গান গেয়ে।