সাপের চেয়ে মানুষের কথায় বিষ বড্ড বেশি
পাকা লঙ্কার চেয়েও ঝাঁজ মানুষের মেজাজে
সাধুদের চেয়ে চোর গুলো বেশি বেশি করে সাধু সাজে
অপরাধী উল্লাসে ফেটে পড়ে,
হেসে ওঠে অপরাধের আড়ালে
অতি সহজেই নেতা হওয়া যায়–
ক্ষমতা বান অসাধু চক্রে নিজেকে রাঙালে।
যেখানেই নেতাদের অবতরণ
সেখানেই নক্ষত্রের পতন
নক্ষত্রদের গ্রাস করে রাজনৈতিক বাহিনী
নক্ষত্রের সাধনার বিনিময়ে—
ঢাকা দিতে মরিয়া নেতাদের নোংরামি,
এগুলো সবই নেতাদের নৈতিক কেচ্ছা–
আছে আরো কত অবৈধ কাহিনী।
এরাই তো আমাদের প্রজন্মের কান্ডারী
এনাদের গুণচক্রের গেরোয় জনগণ করে খয়রাতি
সানন্দে হয় গচ্ছিত তাহাদের নিজেদের ভান্ডারী।