পুঁথিগত বিদ্যা নিয়ে
অহং করে যারা,
লোক সমাজে হয় যে হেয়
নয়কো জ্ঞানী তারা।
গুণীর মানটা না দিলে কেউ
হয়না কভু জ্ঞানী,
পরের জ্ঞানে করলে কদর
তবেই হবে মানী।
সফরী যে অল্পজলে
তিড়িং বিড়িং করে,
অল্পজ্ঞানী শূন্য কলসী
ফাঁকা আওয়াজ ধরে।
গুণীজনের সান্নিধ্যে যে
ঘুচবে মনের কালো,
কদর যদি করো তাঁদের
পাবে জ্ঞানের আলো।
পুঁথির বিদ্যা ছাড়াও জ্ঞানের
অনেক বিষয় আছে,
গুণীর মানটা দিয়ে শিখতে
যাও না গুণীর কাছে।