ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি গান
গান জীবনের মত। কখনো আবার যুবক ছেলের শুশ্রূষার মত
বৃদ্ধ বলে গান নিশিবনে রাধার মত, আইন বলে দোষীর প্রায়শ্চিত্তর মত।
ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি গান, বাকিদের কথা বুঝিনা
বোঝার চেষ্টা করি।
নিয়তি সুর হয়ে ওঠে, জন্ম মৃত্যু হোঁচট যেনো একাত্মে সা রে গা মা পা।
মন খারাপ ছন্দ সাজিয়ে নেয়, দুঃখ কষ্ট জন্মদিন আদতে ষড়জ, ঋষভ, গান্ধার..
বুঝেছি। শুধু শ্রেষ্ঠ নয়, ঈশ্বরের সবচেয়ে নিখুঁত, কঠিন সৃষ্টি গান-
অথচ গান বাঁধতে কিচ্ছু লাগেনা। কিচ্ছু না। কেবল আবেগ, সুর এবং
একটা দেবলীনা হলেই হলো।