গল্প হলেও সত্যি
রোজ সন্ধ্যে নামলে পাখি ছাদে যায়। স্বর্গীয় আলোর এই সন্ধিক্ষণ তার ভীষণ প্রিয়।
এমন সময় মালতী পিসি বললো.. এই মাসের মাইনেটা একটু আগে দেবে গো বৌদিমনি? সামনে জামাই ষষ্ঠী। মেয়ে, জামাই নাতি, নাতনী সবাই আসবে। তারপর দিন সকালে মালতী কাজে আসলে, পাখি মাইনে ছাড়াও আরো কিছু টাকা তার হাতে তুলে দিলো। মালতী সেই টাকাটা কাগজে মুড়ে গাডার আটকে রাখল নিজের কাছে। পাখি বললো, অনেকগুলো টাকা সাবধানে নিয়ে যাস বাড়িতে।মালতী বাড়ি যাবার আগে বাঁধানো ঘাটে রুমালে বাঁধা টাকা টি রেখে পুকুরে স্নানে নামলো। হঠাৎ একটি কাক এসে সেট নিয়ে উড়ে যেতেই মালতী চিৎকার করে ভিজে কাপড়ে তার পিছু ছুটলো, ফিরলো নিরাশ মনে। মাসের শেষ, পাখি আর কি করবে, তার কাছে যা ছিল তাই দিয়েই মালতী কে সাহায্য করলো। কিন্তু মালতী সেই থেকে মনমরা, মুখে তার হাসি নেই।
এই ঘটনার ঠিক ৫ দিন পর মালতী ছাদে কাপড় মেলছে। একটি কাক বারংবার চারপাশে ঘুরে কাকা করে ডেকেই চলেছে। হতচ্ছাড়ী তোর এত জ্বালিয়েও সাধ মেটে নি। বলামাত্রই কাকটি কি একটা ঠোঁটে করে এনে পুকুরের বাঁধানো ঘাটের ধারে কিছু একটা ফেললে সেটা গিয়ে বাগানে পড়লো।মালতী ছুটে সেখানে গিয়ে দেখে কাগজে মোড়া সেই টাকাটা। মালতীর চোখে জলবএলো। যা আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয়। পশু পাখির কাছে অতি তুচ্ছ।