হঠাৎ দেখি আকাশে আজ মেঘেদের ছোটাছুটি
সেই ছোট্ট বেলায় দেখা সাদা ঘোড়ার জুটি।
ও মেঘেরা, আমার জন্য শুধু একটু দাঁড়াও
ঐ মেঘের ভেলায় বসতে আমায় দাও।
চাঁদও দেখি আজ যে কেন ব্যস্ত ভীষণ
ওর একখন্ড বুঝি কেউ করেছে হরণ!
আজ একটুও কি সময় নেই তোমাদের!
বসবে কাছে আমার গল্প করার তরে।