মাথার ভেতর পাথর চাপা সংঘাত
দু’চোখে বিষাদ-জলছবি
আর তার নিপুণ ছায়া চারপাশে
ফলিত নির্জনতার শিসে অবিরত থাকে
হলুদ দুপুর
সুদূরের আঁকিবুকি ঘিরে থাকে
অপার বিস্ময়
তবুও কিঞ্চিত নিবিড় এষণা
ও স্বপ্নকে নিয়ে বেঁচে থাকার
এই জীবনের অনন্ত যাপনে
আমি তৃষ্ণার্ত জলের শৃঙ্গারে যখন
আমার অন্তস্থ বিশ্বাস রাখি
মাথার ভেতর থেকে পাথর চাপা সংঘাতগুলো
আমাকে ভীষণ খনন করতে থাকে অবিরত
অবক্ষয়ের অন্তরালে যেন আমার ভেতর
প্রতিস্থাপিত হতে থাকে আমার আর এক আমি
আর অবিশ্বাস্য হয়ে ওঠতে থাকে
আমার জীবনের বৃত্ত ঘিরে
কবিতার গভীর গহন …।