গন্ধ
প্রতি বছর মা যখনই ওই পুরানো টিনের বাক্সটা রোদে দেয় ওটার ওপর,হামলে পড়ে । ওর ভেতরে থাকা লেসের নমুনা,ব্লাউজের হাতায় গলায় পিঠে লাগানোর “ভুলোনা আমায় “লেখা পুরানো দিনের ক্রুশের হাতের কাজের নমুনা, হালকা স্বপ্ন-নীল খাম,গোলাপী চিঠির প্যাডের কাগজ,ভেতরে আয়না দেওয়া সাজগোজের ছোটো হাতবাক্স,টুকিটাকি জিনিস, অদ্ভূত একটা গন্ধ পায় মিলি। ওটাই বিশেষ ভাবে টানে ওকে।বাক্সটার ভেতর কেমন যেন একটা গন্ধমাখা স্বপ্ন যেন লুকিয়ে থাকে।
……….
বিশাল বড়ো স্যুটকেসে গায়ে হলুদের তত্ত্ব এসেছে শ্বশুরবাড়ি থেকে।সবাই বলছে কি সুন্দর জিনিস!দেখাদেখির পর সবাই যখন নীচে , দরজায় ছিটকিনি আটকে স্যুটকেস খুলেছে মিলি,আঁতি পাতি করে খুঁজছে সেই গন্ধটা!