বয়স তখন হবে আট কি নয় বছর
কবিতায় প্রথম তার পড়েছিল নজর
হাসির গল্পে সবে হল আত্মপ্রকাশ
মার্কবাদীতেই ছিল অগাধ বিশ্বাস।
ছিল সে প্রগতিশীল চেতনার তরুণকবি
অবহেলিত নিপীড়িত যত মানব-মানবী
তাদের যত শোষণ বঞ্চনায় প্রতিবাদী
কবিতায় বিদ্রোহের সুরে তুমি সাম্যবাদী।
বিপ্লবী-স্বাধীনতায় আপোষহীন সংগ্রামী
তোমার সৃষ্টি প্রতিবন্ধকতার অতিক্রমী
আমৃত্যু তোমার পাশে সাথী অরুণাচল
দক্ষতায় কাব্যধারায় আনলে যে বদল।
তোমার লেখা গান গল্পদাদুর আসরে
অগ্নিদীপ্ত সৃষ্টি ঝরায় স্বল্প পরিসরে
হারিয়ে যাওনি যত নামী দামী ভিড়ে
সুদূরপ্রসারী ব্যাপ্তি স্বীয় প্রতিভা ঘিরে।
ছিলে তো মাত্র একুশ বছর ধরাধামে
গণমানুষের কবি খ্যাত সুকান্ত নামে
ক্ষয়রোগে ভুগে রেড এড কিওর হোমে,
মৃত্যু তোমার উনিশ সাতচল্লিশ তের মে।