উল্টোরথ কি উল্টে চলে প্রশ্ন করে খোকা,
উত্তর কি দেবে ভেবে মা-বাবা হলেন বোকা,
দাদু শুনে বুঝিয়ে বলেন আসল কথা,
পৌর্ণমাসীর ঘরে ন’দিন সারিয়ে শরীরের ব্যথা,
তিন ভাইবোন ফিরে চলেন নিজের বাড়ী,
ভক্তরা সব নিয়ে চলে টেনে রথের দড়ি,
শুনে খোকা বলে হেসে বাবা জানেনা এটা?
পড়া না পারলে মা বলে তুই মাথামোটা।