যে বুকে আশ্রয় খুঁজতে জীবনের একটা অধ্যায় পেরিয়ে গেছে, সেই বুকের আশ্রয় ধারালো নয়, বরং আমায় চির নিদ্রায় যেতে দিও।
দাবি যেখানে দাবিহীন,শর্তেরা শর্তহীন।
আমার সকল অপ্রাপ্তি গুলো তোমার সোহাগী আদর মিশিয়ে এক দুঃখী নদী! সেই নদীর বুকে এক আঁজলা জলে পা ডুবিয়ে রাখি বয়ে যাওয়া সময়ের স্রোতের টানে।
পাখিরাও আশ্রয় খোঁজে, চিনে নেয় তার পরম আশ্রয় কোন এক সবুজ বৃক্ষের বুকে। এই প্রাণহীন কংক্রিট শহরে তুমিই তো সবুজ মহীরূহ!
তোমায় জড়িয়ে বাঁচে কতো তরুলতা,গুল্মলতা। তুমি বরং সেই তরুলতা কে সঙ্গে নিও যে শুধু তোমার জন্য কাব্য লেখে।
আমি তোমায় নিয়ে কিছু লিখি,এমন সাধ্য কোথায়? পারিনি রামকিঙ্কর বেজের মতো পাথর কেটে আমার হৃদয়ে তোমায় গড়ে নিয়ে ভালোবাসার বীজ বপন করতে!
যেদিন থাকবো না আর কোথাও!
সেদিন না হয়,তোমার দিশেহারা চোখ খুঁজবে আমায়! তখন ভালোবাসার তাজমহল গড়ে নিতে ভুলো না,
তোমার গভীরে হৃদয়ের রাজপ্রাসাদে!
তবুও মরণ এলেও,পথ চলায় এতটুকু আশ্রয় খুঁজে নেবো তোমার সবুজ ওই জংলী বুকে!
কী করি বলো, আমার যে বুকের পরে বড্ড লোভ !
একটু আশ্রয়ের খোঁজে!!