নীড় ছোট ক্ষতি নেই
তোমার মন আকাশেই
আছি ভেবে খুশি হই
মনের সুখ বুঝি এটাই।
দেখে তোমার হাসি মুখ
ভরে ওঠে আমার বুক
ছোট ছোট আশা গড়ে
ভালো আছি ছোট ঘরে।
সব কাজে থাক যে পাশে
মন ভরে তোমার পরশে
তুমি শুধু আমার আকাশে
হৃদয় নাচে তাই হরষে।
মনের গভীরে তুলে ঝড়
বেঁধে ছিলাম যে খেলাঘর
হেসে আজও ভালবেসে
আছি সাজানো ক্যানভাসে।