ভূতের মাসি ভূতের পিসি
ভূতে গাইছে কেত্তন
কবি খুড়ো খাটছে বেগার
পেয়ে ভূতের দর্শন ।
ভূত না’কি তার লেপ কম্বল
ভূতই গায়ের চাদর
রোজ রাতেতে ভূত পাশে শোয়
ভূতের বাবা চাকর ।
পেত্নি বলে – শোনরে খুড়ো
করব তোকেই বিয়ে
কবি মশাই আটখানা হয়
শুনেই অফার পেয়ে।
বলল খুড়ি বাগিয়ে ঝাঁটা
সতীন আনবে ঘরে ?
দেখব আমি পেত্নী সতীন
টিঁকবে কেমন করে।
যখন তোমায় কামড়েছিল
পাড়ার ভোলা কুকুর
কোথায় ছিল পেত্নীর দল
হাতে নিয়ে মুগুড় ।
কাঁপছে খুড়ো ঠকঠকাঠক
শুনে খুড়ির কথা
বলে ঘাট মানছি পেত্নী বিবি
আর দিও না মনে ব্যথা ।