দশ গেরামে চেনে একনামে
পেটুক দামোদর শেঠে,
সকাল হলেই লুচি পঞ্চাশ
চালান করে পেটে।
তারপরে নেয় ফলাহারে সে
পাঁচেক কেজি ফলে,
আহ্লাদ করে আমেজে খায়
বাড়তে দেহের বলে।
আস্ত পাঁঠা ইলিশ গোটা
ষোড়শ পদে মিলে,
রাবড়ি পায়েস মিষ্টির হাঁড়ি
আয়েস ভরে গিলে।
বিকেল হলেই পেটেতে তার
ছুঁচোর কেত্তন শুরু
রসগোল্লা পান্তুয়া সামোসা খান
খাদ্য রসিক গুরু।
নেমতন্ন পেলেই চলেন সেথা
চব্য চোষ্য খাবেন বলে,
খাওয়া দেখে চোখ ঠিকড়ে
কত লোকে মূর্ছে ঢলে।
পেটুক মশাই দামোদর শেঠের
খ্যাতি ছড়ায় দেশে,
গিনিস বুকে নামটা জুড়তে
উঠেন শেঠজি হেসে।