জ্বলছে সীতা চারিদিকে
নীরব সবাই দশ দিকে।
খাণ্ডবদহন চলছে দেখো
মহাভারতের আমল থেকে।
মৃত্যু নিয়ে রাজনীতি
এ আর, এমন কি ভাই?
তোমার শবের ওপর দিয়েই
তৈরি হবে, রাজনীতির সেপাই।
করেছিল যারা একদিন আন্দোলন
আজ তারাই নিশ্চুপ এমন,
পাচ্ছেন মোটা খামবন্দি উপঢৌকন,
তাই মিথ্যা জবানবন্দি এখন।
অন্যায়, সে তো অন্যায়
প্রেক্ষিত আবার সেথা কোথায়?
একটা দোষ ঢাকা দেব
আরেকটা দোষকে উশকে দেব।
বিতর্ক সভা চলতে থাকুক
সীতা পাঞ্চালী যতই জ্বলুক
বাল গোপালরা নিরন্ন থাক
নিয়মনীতি বালাই যাক।
মরলে মানুষ, কি আর হবে
আমার মসনদটাই পাকা হবে।
তোমার মৃত্যুতে হোক জয়জয়কার
যতই জমুক লাশের পাহাড় ।।