দোল পূর্ণিমায় রঙের বাহার
খুশিতে পুলকিত হৃদয় আমার
শিমূল পলাশ রঙীন শোভায়
ভুবন জুড়ে প্রকৃতি মাতায়।
বসন্ত দূত বসে আম শাখায়
মনের আনন্দে কুহুসুরে গায়
দলে দলে কিশোর কিশোরী
খেলে সব রঙ ভরে পিচকারি।
ব্রজধামে রঙীন আকাশ
ভরিয়ে তোলে রঙে বাতাস
রঙীন আজ ব্রজের নন্দন
তার সাথে খেলে গোপিগণ।
ঘরে ঘরে হরষিত সবার মন
দাঁড়িয়ে পথে ক্ষুধার্ত একজন
বাড়িয়ে হাত সেদিনও তাকায়
রঙ নয় একটুকরো রুটি চায়।