ক্যামন বাপের বিটা রে তুই
ক্যামন তুরা বাপ্-বিটায় !
মেয়ে ট্যকে বিইয়া কইরা
এমন কইরা কেহ পিটায়!!
মেয়ে আমর কালো বোট্যে
ডাগ্গর পানা চোখ ,
কক্ষুনো মুখে রা কাটেক ল্যই,
যা ক্যানে সবাই কে শুধ্যখ ।
শহর হইতে বাবু সাইজ্যা
পিরিতে মজাইলি ,
বছর না ঘোরার আগেই
দূইর কইরা দিলি !
লে তুর পাওডার,সোনো,শ্যাম্পু
লিয়ে যা তুর সব সাইজ l
মাইয়া টা কে তড়াইয়া দিতে
কুরলো না ত্যুর লাইজ !।
আবার কিনা ফট ফটিতে ,
বাবু সাইজ্যা ঘুরোস,
নতুন মাইয়া ফাঁসানোর লেগে
ট্যকা-পয়স্যা উড়োস ।।
মাথার উপড় ঠাকুর আইছ্যা
দেখে লিস হারামি ,
রোগে ভ্যগে মরবি জইল্যা
অভাগা তুই সোয়ামি ।।
ফুলা ফুলা কথায় আমি
মজ্যেছিলাম বোট্যে,
মেয়েটোকে ভাস্যইছিলাম
তুর মতো কুলাঙ্গার টার সাথে ।।
এমন দুখ , কুথায় রাইখি
বুক ফাটা মোর কাইন্যা,
দেখলে তুকে রাগে দুখে
লাগে খুউব ঘেইন্যা ।।
মেয়ে আমার ভালো আইছে
গা গতরে খাইট্যে,
বাঁইচ্যা গেছে তোহর মইত্য
ফান্টুস মরদ হইতে ।।