তুমি আমি একসাথে কোলাজে
আনন্দে হেসে লুটোপুটি কলজে
ভেবে হৃদয় লুকিয়ে আজ লাজে
কত কথা উঠতে পারে সমাজে।
মুখে হাসি মনে খুশি
লিখি বসে রাশি রাশি
কোলাজের ভিড়ে দেখি শত মুখ
সেরা সন্মান প্রাপ্তিতে পায় বেশ সুখ।
দেখি চিরে সমাজের বুক
জানতে খুব উৎসুক
কি কি ঘটে সেখানে
ভাবি তা যে আপন মনে।
খুলবে না মোমবাতি মিছিল
বদ্ধ এ’সমাজের খিল।
বাঁচতে ও বাঁচাতে দেশ
চলছে শতেক লেখনী বেশ।
সার্থক তবেই যেন কোলাজ
দূর করে বেকারত্ব সাজ
নারীত্ব বাঁচুক নিশ্চয়তায়
ধন্য সেরা কবিতা লেখনীতে বর্তায়।