উত্থিত উলের ধৈর্য যতই বুনুক বুক
উচ্চাশার কন্ঠে পানিপথ !
আকাশে আকাশগঙ্গা নীচে গোষ্পদ ।
মাঝখানে অসমান মেঘে মেঘে ভাসমান
উত্তর দক্ষিণ ….
কোন পথে কতদূর যাবো ?
না- জানার আক্ষেপে ভাবনার তুলো ঝরে
শীত শীত ঘুমের চাদরে ।
না- পারার অপরাধে গোবেচারা নিউরন
নিরুপায় ভেসে যায় জলে !
আমি শুধু আটকাই
— কল্পনা ফিরে আয়
ক্লাস- মাস্ ধুয়ে মুছে কবিতার কূলে ।