কোন এক শেষ বিকেলে
যখন আমরা সত্যিই মুখোমুখি হলাম
একটা সুননসান অদ্ভুত রকমের অন্ধকার
আর ঘন নীল আলো ছড়িয়ে ছিল চারপাশে
দীর্ঘ যে পথ ও প্রান্তর পেরিয়েএসেছি
এসেছি পেরিয়ে দীর্ঘ যে পিছুটানহীন প্রতীক্ষা
তার চেয়েও উল্লেখ্য নিখাদ যে সম্পর্ক ছিল আমাদের
যে সমস্ত কথাবার্তা ঘিরে ছিল অসম্ভব শোক-তাপ
দুঃখ ও দহন,ছিল অবিরাম ভাঙচুর,অভিমান
কিম্বা বিস্মরণ…আর যে সব স্বপ্ন ঘিরে
দুটো সবুজ সতেজ হৃদয় ছিন্ন ভিন্ন
এবং জীবন যাপনে যতটা সতর্ক থাকা উচিত
তার চেয়েও অনেক বেশী ধৈর্য ও সংযম ছিল
আমাদের শরীর ও মনে…
এ’রকম এক জটিল ভাব-বিহ্বল বিশণ্ণতার মধ্যে
মুখোমুখি হলাম আমরা জীবনেরও শেষ বিকেলে
অনেক কিছুই বলার ছিল,জানারও ছিল দু’জনের
হয়তো শেষ বিনিময়ের সংলাপও ছিল
আমাদের দীর্ঘ সম্ভ্রমী মৌনতার মাঝে এসে
তরতরিয়ে উঠে দাঁড়ালো একটা অস্পষ্ট দেয়াল
দেয়ালের দু’পাশে দুটি ম্লান মুখ
আনত,ভীষণ ভীরু ও অসম্ভব লাজুক
শুধু দুজনের দু’চোখে ফুটে উঠল অনন্ত বিস্ময়
যে বিস্ময়বোধের মধ্যে জেগে আছে এক দীর্ঘতম নদী
যেখানে অসংখ্য স্মৃতির বালিহাঁস অবিরাম
সাঁতার কাটছে জলে…।