সূর্যি মামা রুদ্র তেজে ঢালে অগ্নি গোলা
তাপ দহনে শুকায় ধরা নদীতে জল ঘোলা।
তপ্ত দেহে কাতর প্রাণী আকাশ পানে চেয়ে
বৃষ্টি ধারা পড়ুক ঝরে ভিজবে জলে মেয়ে।
পিপাসার্ত গোরুর পালে ত্বরায় যাবে ঘাটে
তৃষ্ণা মেটে কণ্ঠ ভরে নন্দে ফেরে বাটে।
মাঝি মাল্লা গানের সুরে নৌকা বেয়ে চলে
কূজন ধরে বিহঙ্গেরা ঘরে ফেরার ছলে।
বর্ষা নামে অঝোর ধারে খানা খন্দ ভরে
নদীর পাড়ে বাড়ির লোকে ভয়ের সাথে মরে।
কপাল পোড়া ভাবছে সবে অতি বন্যা হবে
ভাসায় নেবে যেদিক পানে কোথায় যাবে তবে।