কোথায় গেলি বর্ষা সখি
আকাশ গাঙে নাহি দেখি
অভিমান তোর কেন,
নীলাকাশে তুলো মেঘে
খেলছে কেমন খুশি মেখে
শরৎ ঋতু হেন।
পুকুর বিলে কমছে জলে
ছটফটায় রে মাছের দলে
আয়না বাপু চলে,
খরার তাপে শুকায় গাছে
কেমনে বলতো প্রাণটা বাঁচে
চাই যে শীতল জলে।
চাষির বুকটা ব্যথায় ফাটে
চাষ হবেনা শুখা মাঠে
চাই যে বর্ষা ধারা,
মানটা ছেড়ে পড়না ঝরে
ভুবন দিলে জলে ভরে
খুশি পরাণ কাড়া।
ভরবে রে গাছ ফলে ফুলে
ধানশিশুরা নাচবে দুলে
তোর ছোঁয়া পেয়ে,
গাইবে সবে বর্ষা গীতি
জাগবে মনে প্রেম পিরিতি
আয়না আকাশ বেয়ে।