প্রভু কৃপা লয়ে লভিনু জনম এই পৃথিবীর বুকে,
আলো বায়ু জল গাছে ভরা ফল দিলে তুমি হাসি মুখে।
ধরনীর সেরা মানব জনম অনেক পূণ্যেতে মিলে,
তবু ভুলে থাকি দেই শুধু ফাঁকি এতো কিছু তুমি দিলে।
নামে ধ্যানে থেকে ভালো কাজ সব করে যাব ছেড়ে ভবে,
বাড়ি গাড়ি ধন আপনার জন সব হেথা পড়ে রবে।
থাকতে সময় বুঝে চলে যারা সময়ের দাম দিয়ে,
রত থাকে যারা ফল পাবে তাঁরা সুখেতে ভরিবে হিয়ে।
বিপদ বালাই ঘুচে সব মিলে যদি থাকে সবে সাথে,
দুখী জনে যেবা সদা করে সেবা প্রভু হন খুশি হন তাতে।