দুখের ঘরে জ্বলল প্রদীপ, উঠলো খুশির রোল,
অপেক্ষার অবসানে এবার, ভরবে শূণ্য কোল !
পিতামাতার আনন্দাশ্রুতে এলো আশার বান,
কন্যা-শিশুর আগমণ,এ যে ঈশ্বরেরই দান !
ছোট্ট কন্যে বড় হয় স্নেহের পরশ পেয়ে…
বাবা-মায়ের নয়ন জুড়ায়,দেখেন চেয়ে চেয়ে !
দ্বাদশ বছরে পড়ল মেয়ে, উঠলো গাঁয়ে ঝড়,
বিয়ের বয়স পেরোয় বুঝি, খুঁজতে হবে বর !
কুলীন সমাজ, কুলীন ঘর, কুলীন তাঁদের রীতি….
এক ঘরেতে হবার জোগাড়, পিতার মনে জাগে ভীতি !
দারিদ্রতার চোরাস্রোত আর কূলের সন্মান,
বৃদ্ধের গলে বরমাল্যে,কন্যা রাখে পিতার মান !
বিধির বিধান বড়ই নিঠুর, ফুরায় যত সাধ,
বৃদ্ধ স্বামী মৃত্যুমুখে, এতেও বিধির বাদ ।
দুর্ভাগ্যের কোলাহলে উঠলো জমে হাট,
শবের সাথে সহমরণে, বধূ চলল শ্মশান-ঘাট !
বাজল কাঁসর, বাজল শাঁখ, উঠলো জয়ধ্বনি….
সতীমাতার জয়-জয়াকার,
হায়রে…মহিষমর্দিনী !
নিভলো আগুন, নিভলো চিতা, হোলো..কুসংস্কারের জয়,
মন্দিরে আজ সতীর মূর্তি, স্বর্ণ আভাময় !
প্রাণহীন এক শব-অনলে, প্রাণ পোড়ালো যারা….
সতীর মাথায় জল ঢেলে আজ, পূণ্য কামায় তারা ।