কবিতা কবিতা করে প্রাণ যদি যায়
বল না কবিতা সখি কি দেবে তোমায়?
হয় তো দেবে না কিছু,
তবু যদি তার ছাড়ি পিছু যাব যে কোথায়?
আর কবিতা আমাকে যদি ছেড়ে চলে যায়,
বল, তবে কি যে হবে আমার উপায়?
কবিতা কবিতা করে প্রাণ যদি যায়
বল না কবিতা সখি কি দেবে তোমায়?
হয় তো দেবে না কিছু,
তবু যদি তার ছাড়ি পিছু যাব যে কোথায়?
আর কবিতা আমাকে যদি ছেড়ে চলে যায়,
বল, তবে কি যে হবে আমার উপায়?