কঠোর প্রহরায় প্রহরিত সমগ্র দেশবাসী
নিশ্ছিদ্র সুরক্ষার আবরণে আবৃত,
জানি একথা সারাবিশ্বের সচেতন জনগণ;
তথাপি -সত্যিই কি আমরা সুরক্ষিত!
অন্তরকলহ কালিমায় সদা লিপ্ত সমাজ
নিত্যই দ্বেষ ঈর্ষার অগ্নি জ্বলে অনির্বান,
সামাজিক কালো ব্যাধিতে আক্রান্ত বিশ্ব,
অহরহ হন্তারকের পৈশাচিক রক্তস্নান।
নারী শিশু নয় সুরক্ষিত সসৈন্য দ্রোহে,
দুর্বলের পরে সবলের আঘাত নির্বিচার;
অবলীলায় চলে মানুষ হত্যার মহোৎসব
তমসাচ্ছন্ন মুখ নির্লিপ্ত কেতাবি মানবতার।
অন্তরাষ্ট্রীয় ক্ষমতায়ন লালসায় জর্জরিত-
বিলুপ্ত পেশীশক্তির মানবিক চেতনা বোধ,
নির্বিচারে অবাধ বোমা গুলি বন্দুক
নিরীহ গনহত্যালীলায় নেই কোন রোধ।
মানব সমাজ হারিয়েছে কল্যানব্রত!
আধুনিকতার নাগপাশে বেষ্টিত চাহিদা,
তোমার আমার কল্যাণমন্ত্রে দীক্ষিত
রাষ্ট্রনেতারা, হারিয়েছে বিবেকের বারতা।
কি হবে সীমানায় রেখে অতন্দ্র প্রহরী!
যদি না ফেরে আর্থসামাজিক বিবর্তন?
সুরক্ষা কি দিতে পারবে রাষ্ট্র নেতারা-
না হলে লাভ কি বৃথা পররাষ্ট্রীয় চিন্তন!