শুধু বয়সে বড়ো হওয়া নয়,
বড়ো মনের হও সবাই ।
ভালো মানুষ হলে তবে
সবাই তাকে ভালোবাসে।
আকাশ থেকে শিক্ষা নিয়ে
মন উদার হোক ।
ইঁদুর দৌড়ে সামিল হতে
নিজস্বতা হারিও না।
নিজস্বতা হারিয়ে গেলে
মানুষ, মানুষ থাকে না।
গতে বাঁধা জীবনযাপন
মানুষকে মানায় না।
নম্বরের খেলায় মেতে উঠে,
হোঁচট খেয়ে পড়ো না।
ফলের আশায় বিভোর হয়ে,
হতাশ হয়ে যেও না।
মন দিয়ে করো লেখাপড়াটা
নম্বর আসবে পিছু পিছু।
পড়তে হবে বলে পড়ো না
জ্ঞানলাভের আনন্দে পড়ো।
পড়ায় যদি আনন্দ হয়
তার মতো আর কিছু নয় ।
জ্ঞানের চেয়ে বড়ো সম্পদ
জগতে আর কী আছে?
জ্ঞানীর কদর সব দেশে
সর্বকালের সব বেশে।