হায়রে মধ্যবিত্ত -জীবন,
অসংখ্য ক্ষতের মুখে লাগিয়ে প্রলেপ,
কেটে গেল উৎসবের কটা দিন!
পুজো শেষ হতে না হতেই, পুরানো সেই
ক্ষতগুলো আবার কেটে উঠেছে!
যন্ত্রণা না কমে করোনার মতন
বেড়ে চলেছে।
যতই করো দুর্গা নাম!
দুর্গতি দূর হওয়ার নয়!
বেড়েই চলেছে জিনিসের দাম,
ভুলিয়ে দিয়েছে বাপের নাম!
সকাল হলেই হরিনামের থলির মতো
বাজারের থলি হাতে নিয়ে ছোটা,
প্যাকেটে টাকা নিয়ে পকেটে বাজার!
বাজার আনলে বেজার মুখে
বাজারে দিকে একপলকে একটু দেখা,
গিন্নির মুখ ভার!
ভারবাহী গাধার মত সইতে হয় সব!
কবে বা শেষ হবে এমন
খুড়িয়ে চলা জীবন!
তার পরে শুনি,গ্যাস শেষ !
উনুনের গ্যাস কমার কথায়
পেটের গ্যাস বেড়ে যায়,
এক্কেবারে হাজারের ধাক্কা,
মানে রামধাক্কা!
অম্লশূলের ব্যথাটা চাগাড় দিয়েওঠে!
সামনে লাইন দিয়ে মা-লক্ষ্মী,
কালি করালবদনী, তদুপরি ভাইফোঁটা!
হে মা কালি, ততোদিনে পকেট খালি!
উৎসবের এমন ঘনঘটায়,
দেখি সরষের ফুল!
বুঝি, মস্তকের বাকি চুলগুলো
অচিরেই হবে কাশফুল!
কাশের বনে নয়,মাথার পরে
দুলবে কাশের মত কেশ!