একটা সুন্দর ঝলমলে সবুজ রবিবার ছিল
আমি সেই রবিবারের জাতক।
একটা অসামান্য বাসন্তী রঙের রবিবার ছিল
আমার বাবা সেই রবিবারের ভোরে আমাদের নদীতে
স্নান করাতে নিয়ে যেতেন।
সে কি স্নান শুধু! সে এক অবগাহন!
ছিল একটা সুন্দর ঝলমলে গোলাপী রবিবার
সেই অসাধারণ রঙ আমাদের গায়ে লেগে আছে।
কিন্তু এই কদিন আগে, ৬ই ডিসেম্বর
আমরা যে রবিবার পেলাম
সেটা একটা কালো রবিবার
পৃথিবীতে এরপর সমস্ত রবিবার কালো হয়ে গেছে
কালো যে এতো নিষ্ঠুর রঙ, এতো সর্বগ্রাসী রঙ
এতো পরশ্রীকাতর রঙ আমি জানতাম না।
একটা মোমবাতি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমার ভাই ফিরবে
কিন্তু কালো রবিবার তোমার ভেতর দিয়ে
আমার ভাই কি আর ফিরতে পারবে?