ছোটানাগপুরে কোল ভিল জাতি
খাদানে কাজ করে,
সাদাসিধা জন. ভালোবাসা মন
প্রেমেতে হৃদি ধরে।
কালোর উজলে হীরের চমকে
হাসি খুশির মাঝে,
ফিরে আসে ঘরে বাহনে দোঁহেতে
দিনের শেষে সাঁঝে।
ওগো সুন্দরী রূপের মাধুরী
কালো মণির নেশা,
তোমাতে বিভোর প্রেমেতে পাগল
খোদাই মোর পেশা।
পলাশ শিমুল মহুয়া ফাগুনে
লালের রঙে টানে,
রাতের বেলায় খাবে সব বসে
প্রেমিকা প্রেমী মানে।
আদিবাসী জনে. অল্পেতে মানে
নেশায় মেতে থাকে,
নাচ গান করে. কোমর দুলিয়ে
প্রেম পিরীত রাখে।
হস্তকর্মে সিদ্ধহস্ত
বোনা শিল্প চলে,
বিক্রী মেলায় ধামা কুলো ঝুড়ি
বেতের কাজ বলে।