খুব অল্প সময়ের জন্য-
ছুঁয়ে দেখেছিলাম অধরা স্বপ্ন,
খুব অল্প সময়ের জন্য-
পেয়েছিলাম অনাবিল ভালোবাসার স্পর্শ
খুব অল্প সময়ের জন্য-
পেয়েছিলাম আদর-আহ্লাদে ভরা এক সবুজ গালিচা।
মন খারাপের মেঘরা রওনা হয়েছিল দূরের রাজ্যে ,
অলক্ষ্যে হেসে ছিলেন বিধাতা।
রঙিন ক্যানভাসে লাগলো কালো দাগের ছাপ,
রামধনুর ছটা মুছে গিয়ে আকাশ থমথমে,
কান্নার শব্দ নেই, দুঃসময়ের আবাহনের অপেক্ষায়-
স্থির দাঁড়িয়ে সময়ের বালুঘড়ি।
আবারও কি চার দেয়ালের বদ্ধ বাতাসে দুঃসহ হবে জীবন?
আবারও কি মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের ডাক শুনতে পাব?
জলহীন দুটো শুকিয়ে চোখ আলোর ইশারার সন্ধানে ঘুরে মরে।
নিন্দা, ঘৃনা ভরা কলঙ্কিত জীবন বয়ে নিয়ে যায় ;
হয়ে একান্ত নিরুপায়।