অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার– পেচকের করুণ ডাক,
শোনা যাচ্ছে কাপালিকের বিকট অট্টহাসি–
তার চোখ দিয়ে বার হচ্ছে লাল আগুনের শিখা,
লকলকে দৃষ্টি সদ্যযৌবনা তন্বীর দিকে!
যাকে জন্ম মুহূর্ত থেকে সন্তানের মতো লালন করেছিলে,
তার শরীর জুড়ে সৃষ্টি করবে কামনার কবিতা।
চোখাচোখি হতেই তন্বী বলে পালাও
পথিক তুমি কি পথ হারিয়েছ?
পালাও তুমি –
এমন ঝড় আসবে তোমায় উড়িয়ে নিয়ে যাবে!
তারপর থেকে ছোটা শুরু জঙ্গলের মধ্যে
যুগ যুগান্তর ধরে লেখা চলবে ঝড়ের কবিতা,
শুনতে পাচ্ছি বিকট আওয়াজ কপালকুণ্ডলে –
আমি ফিসফিস করে বলি নবকুমার আছে
তোমার ভয় কিসের!
শুরু হবে আমাদের জীবনের নতুন কবিতা,
কাগজে কাগজে প্রকাশিত হবে নাবালিকা হরণ
তারপর শেষ কবিতা হবে জেলে।
তুমি থাকবে কোনো হোমে
সেখানে দেখবে নতুন রূপে কোনো কাপালিক
তোমার শরীরে নতুন কোনো কবিতা লিখবে!