কামনা বাসনা দূর করে দাও মন থেকে
ভালবাসা শুধু বুকে চেপে রেখে
আনন্দে থাক , থাক সুখে
আর সব চাওয়া নিয়ে যাবে ভুল অভিমুখে।
এর চেয়ে ভাল নিজ থেকে সব দূরে ঠেলে
বেঁচে থাক এই একটা জীবনে হেসে খেলে।
কামনা বাসনা জড়াবে তোমায় নানা মায়ায়
সে সব ছেড়ে কি থাকতে পারবে বল আমায়?
কেন তবে এত কামনায় মাতো
বল কেন তবে বাসনায় এতো
মেতে উঠে দিন কর গুজরান
জান না জীবন পৃথিবীর কাছে অমূল্য দান।