অমাবস্যা রাতে কাপালিকের অট্টহাসি
এলোচুলে যামিনী কাঁপে,
কপালকুণ্ডলা আঁধারে ভয় পায়
ভাবে কোন পাপে!
এলোচুলে বালা ছুটে চলে
জোনাকিরা দেয় আলো,
একজন পথিক পথ হারিয়েছে
বালিকার হবে ভালো।
কাপালিকের চিৎকার ধ্বনি কপালকুণ্ডলে!
এলোচুলে কন্যে থমকায়
কালো গগন বিদীর্ণ হলো
সহসা বিদ্যুৎ চমকায়।