রক্ত মাংস অস্থি মজ্জা
তনুতে রয় আবরণ,
অন্তরেতে আবেগ মায়া
মিথ্যা তবে আভরণ।
শিক্ষা দীক্ষা নিয়ে চলা
কর্তব্যতে রয় ঠাসা,
সত্যপথে মনের নির্দেশ
মেনে সদা রয় খাসা।
কুপথগামী হাজার আছে
লোভ লালসা ভরা মন,
মিথ্যাচারে ভরা তনু
চোরাপথে কামায় ধন।
অধর্মের সাথ ক্ষণস্থায়ী
কোপে পড়লে হবে লাশ,
ধর্ম কর্ম নিষ্ঠার সাথে
করলে পরে পাপের নাশ।
সহজ সরল চিন্তা রাখো
উদ্ধার পাবে সকল ত্রাস,
কষ্ট করে রোজগার করো
কাটবে সুখে বারো মাস।