আটচালার ওই কুঁড়েঘরে
কবির চাচার বাস,
সংসারেতে বড্ড অভাব
তাইতো মনে ত্রাস।
ছোটখাটো কামার শালা
আছে উঠোন পড়ে,
আটচালাতে জায়গা কোথায়
কাজ যে করে ঘরে!
চাচা দেখি লোহা ধরে
আঘাত করে চাচি,
এতটুকু কাজ না করলে
কেমন করে বাঁচি।
পোষ্য আছে একটা অজ
আপনমনে চড়ে,
সকাল থেকে সে’ও দেখি
থাকে না’তো ঘরে।