কাছেই আসো আর দূরেই থাকো আমার বুকের ধুকপুকে যে তোমার বসবাস।
এই যে তুমি কাছে এলে! কাছে এলেই কি কাছে আসা হয়? অনেক দূরে থেকেও কাছে আসা যায়!
যখন তুমি কাছে আসো মনে হয় তুমি আসোই নি, যখন তুমি আসো না, মনে হয় কতো কাছে আপন হয়ে মিশে ছিলে।
নদী যেমন ফেনিল দুধ সাদা সাগরের বুকে মেশে।
যখন তোমার সাথে কথা হয়, মনে হয় কিছুই বলা হলো না।
কতো কথা বলতে বাকি রয়ে গেলে।
তখন অনেক বেশি কথা হয়,যখন কথা হয় না।
আপন মনে তোতা পাখির মতো বলতেই থাকি, তুমিও শুনতে থাকো চুপটি করে।
মনে হয় তুমি আমি রাতের অসংখ্য তারার আকাশে পাশাপাশি দুটি তারা!
যখন তুমি আমায় স্পর্শ করো, তারচেয়ে অনেক বেশি স্পর্শ করো যখন তুমি আমায় স্পর্শ করো না।
যেন আমি অতল তলে ডুবতে থাকি!
পাখি দুটিও গত রাতের প্রণয়ের উষ্ণতা পালকে মেখে ছিল।
নীরবে মনের সাথীর বুকে ঠোঁট গুজে,
ভোর হতেই যে যার মতো উড়ে গিয়েছিল আকাশে মুক্তির স্বাদ নিতে।
পথিক যে পথ চলে সেও জানে না, কোথায় তার গন্তব্য!
তারও মন দূরে দূরে কোথায় ঘুরে বেড়ায় ভেসে ভেসে।
“কাছে আসো আর দূরেই থাকো, সবই আসলে দূরই।”
পাহাড়ের যতোই কাছে আসো আরও দূরে বহদূরে মনে হয়।
সমুদ্রের বুকে যতোই ভাসো ঘুরে ফিরে আবার ফিরে আসা।
বৃত্তের মতো, যা কখনো সম্পূর্ণ হয় না। সেই একই পথে একই ভুল করে চলা।
মন যেমন স্থির থাকে না ঘুরে ঘুরে, দূরে দূরে, সুরে সুরে, বনে বনে, আলো ছায়ার পথে পথেই হেঁটে যায়।
এই অনন্ত পথ চলার নামই কি জীবন!
কাছে ই থাকো আর দূরেই থাকো সব পেয়েও যেন পাওয়া সম্পূর্ণ হয় না।
শুধু মন বেড়ায় ঘুরে ঘুরে কাছে কাছে দূরে দূরে।