শব্দের আল্পনায় সাজানো কাগুজে শহরে
এই ভাদ্দরে নেমে এসেছে হিমেল বরফ!
নিপুণ কোলাজে গড়ে তোলা পাখির অবয়বে
হঠাৎ হাত ফস্কে যাওয়া কাঁচিটা
মনের অজান্তে কিভাবে যেন ছেটে ফেলেছে স্বপ্নের ডানা!
দূরের ঐ তুষারাবৃত পাহাড়গুলি প্রস্তরবৎ মূর্তির মত
স্থির দৃষ্টিতে চেয়ে দেখে কাগুজে শহর!
তাদের শীতল চাউনিতে জমাট বরফে পরিনত হয় সকল জলধারা।
পর্ণমোচী শব্দতরু থেকে একে একে খসে পড়ে শব্দপত্র!
খড়কুটোর মত টুকরো টুকরো হয়ে হারিয়ে যায় বিস্মৃতির ডাস্টবিনে।
কাগুজে শহর ঘুণপোকা’র খাবার হয়ে মিশে যায়
গুঁড়ানো স্বপ্নের ধূলিরাশিতে।
মিশে যায় ধূ ধূ মরীচিকায়!