ও আকাশ !সোনা মেয়ে ,
কাঁদিস কেন তুই?
এতো কিসের দুঃখ বাপু
ভেজাচ্ছিস যে ভুঁই ?
দিন-রাত্তির নেইকো বিরাম
ঢালিস সারাক্ষণ
খেয়েদেয়ে নেই বুঝি কাজ
অ—কাজেতেই মন?
তোর নাহয় নেইকো তাড়া
নেইকো লেখাপড়া
মাথায় যাদের পরীক্ষার খাড়া
তারাই দিশেহারা
শুধু যদি তাই হতো —
,তোকে কি আর বলি
জল-কাঁদায় প্যাচপ্যাচে পথে
আমরা বল্,কি করে চলি?
আসতে -যেতেই গলদঘর্ম
,বুঝবি কি তুই এর মর্ম?
বেআক্কেলের মত কিযেকরিস,
মানিস নাতো কোন ধর্ম
ঘরের খেয়ে নীতির পাঠ
কি আর পড়াই তোকে
দেখেও কি তোর,কষ্ট হয়না
ছোট্ট ছেলেদের দেখে ?
ও আকাশ ,পায় পড়ি তোর
থামতো এবার,বন্ধ কর
আর কাঁদিসনে ,ঝরঝর
দেবো তোকে অনেক আদর
খুলে ফ্যালে দে্–বৃষ্টিচাদর!
আর কাঁদিসনে,চুপতো্ কর!