মৃত্যু কাছে এসেছিল সেদিন
আমাকে ডাকেনি
জীবন মৃত্যুকে কথা দিয়েছিল আমায় নিয়ে যাবে
জীবন কথা রাখেনি;
আলিঙ্গনে বুঁদ হয়ে থাকা ফুলের পাপড়িরা স্বপ্নের কথা বলেছিল
স্বপ্নরা আমায় জানায়নি
ডুবে যেতে যেতে ভেসে উঠেছিল নীল আকাশ
আমার দিকে আকাশ তাকায়নি;
আমি প্রতীক্ষার প্রত্যুষ সরোবর
জলের ওপরে আঁকা শরৎ স্নিগ্ধতা আমায় চায়নি।
কোন দৈন দশায় প্রতিহত হই বারবার
কোন প্রেক্ষাপট বিবৃতি দিয়ে যায় নিজেকে হারাবার
স্থির ভালোবাসাকে অস্থিরতা গ্রাস করে প্রতিনিয়ত
আড়ম্বরের ঘোষণা পত্রে আমার নাম লেখা হয় অনবরত।
জীবনের অনুকূলে বিষম লাগা মুহূর্তেরা নিস্তার খোঁজে রোজ
সময়ের তরীতে বোঝা হই আমি;বোঝা হয় জীবনের খোঁজ;
পরিহাস হেসে ওঠে কলঙ্ক বিছাবে বলে
রথ ভরা যাত্রী যাঁরা
সাধনার বিচ্যুতি ঘটিয়েছে তাঁরা;
সাধনারই ছলে ভুল পথে ফুল ফোটে ,সত্য একা রইলো পড়ে
দেহটাকে বানিয়েছি শুকনো কাঠ
তাতেই জীবন যেন মাটির কাঁচা ভাঁড়ের মত পোড়ে।