উদাস দুপুর আমের গন্ধ মাখা,
আচার ছিল বয়াম ভরে রাখা।
শুনশান সেই দুপুর বেলা ছাতে ,
গোটা দুয়েক আমের ফালি হাতে,
চেটে পুটে খেয়েছি মনের সুখে।
ছেলেবেলার ছবি বুকে ব’য়ে,
জীবনটাকে বেবাক ভুলে গিয়ে
লোক দেখানো খুশীর ভানে মাতি,
সে দিন গুলো ফেরত পেতে বুকে,
আজকে খুঁজে বেড়াই আঁতি পাঁতি।