কিছু কিছু ব্যথা বুকের ভিতর এমনই জমতে থাকুক,কারণে অকারণে।
তুমি কষ্টফুল বলে ডাক দিতেই
মেঘকন্যা মেঘের চাদর সরিয়ে, আকাশের বুকে কষ্টফুল এঁকে দিল।
তুমি তখন একটি একটি করে শব্দ সাজিয়ে, সাদা মেঘের গায়ে লিখে দিলে, ভালোবাসার কবিতা।
জানি, তুমি রোজ রাতে কবিতা লিখে আকাশের বুকে জমা করো।
রাত গভীর হলে,পাতার অক্ষর ছুঁয়ে জলভরা মেঘ পড়ে সেই কবিতা।
চেয়ে দেখো, মেঘকন্যার বুকে উদোম আকাশ। তাই তোমার চোখে জল এলে তাকে ডাক দিও, যেমন বসন্ত এলে হলুদ পাখিটি আগাম জানান দেয়,
ফুল ফুটবে বলে!
মেঘকন্যা আজও কষ্টফুল বুকে নিয়ে তোমারই ডাকের অপেক্ষায়।
কোন এক শ্রাবণ সন্ধ্যায়,তুমি তখন বৃষ্টি হয়ে ঝরিয়ে দিও কষ্টফুলের বুকের ব্যথা আর সকল না বলা কথা!