অনেকদিন প্রাণ খুলে হাসতে পারিনি
জীবন থেকে সব হাসি চলে গেছে কোথায় জানা নেই
আবার প্রাণ খুলে হাসতে চাই
আমাকে কেউ হাসাতে চায় না
আমাকে কেউ হাসির স্বপ্ন দেখায় না
আমি কি আর কোনদিন প্রাণ খুলে হাসতে পারবো না ?
জানিনা এই গম্ভীর জীবন হতে কবে নিস্তার পাব
এত বড় পৃথিবীতে একটাও হাসির মানুষ নেই
এত বড় পৃথিবীতে একটাও হাসির গ্রাম নেই
এত বড় পৃথিবীতে একটাও হাসির শহর নেই
এত বড় পৃথিবীতে একটাও হাসির দেশ নেই।
এখন পৃথিবীতে হাসির কোন অস্তিত্বই নেই
নাকি শুধু আমার হাসি গুলো নিভে গেছে ?
নাকি এই পৃথিবীতে আমার মত হাসি প্রিয় মানুষের থাকতেই নেই ?
হাসি থেমে যেতে যেতে একদিন কান্নাও থেমে যাবে এই পৃথিবী হতে।
আমি হাসতে পারছি না
অনেকে কাঁদতে পারছে না
আগামীতে কেউ কারোর জন্য কাঁদবেও না
হাসিগুলো থেমে গিয়ে কান্নাকে হাত বাড়ায়
কান্না এসে সেও ফিরে যায়
পড়ে থাকে জরাজীর্ণ একটা মানুষ,
প্রাণহীন একটা মানুষ।
এই প্রাণহীন মানুষ গুলোই আজকের মানুষ
প্রাণ শূন্য মানুষদেরকেই আজ মানুষ বলে গণ্য করা হয়
হাসতে থাকা ,কাঁদতে থাকা মানুষগুলো নিরর্থক পাগল
ওদেরকে আজকাল আর প্রকৃত মানুষ বলে গণ্য করা হয় না
আসলে এটা এই যুগের ধ্বংসের শেষ সময়
এই যুগের নাম কলিযুগ।